প্রকাশিত: Sun, Jul 2, 2023 8:58 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

[১]ফ্রান্সে নিহত কিশোরকে অশ্রুসিক্ত দাফন, থামেনি বিক্ষোভ-গ্রেপ্তার, ম্যাক্রোঁর জার্মানি সফর বাতিল

সাজ্জাদুল ইসলাম: [২] শত শত শোকার্ত মানুষ নিহত ১৭ বছরের কিশোর নাহেলের দাফনে অংশ নেন। যাদের বেশিরভাগই ছিলেন আরব ও কৃষ্ণাঙ্গ। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলার মধ্যে তার দাফন সম্পন্ন হয়। শনিবার বিভিন্ন শহর থেকে পুলিশ আরও ৩৩২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার সকালেও অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও বিবিসি

[৩] এদিকে দাঙ্গার কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমামুয়েল ম্যাক্রোঁ তার নির্ধারিত জার্মানি সফর বাতিল করছেন। রোববার থেকে তার এ সফর শুরু হওয়ার কথা ছিল।

[৪] গত মঙ্গলবার প্যারিসের উপকন্ঠে সড়কে পুলিশ গুলি করে হত্যা করে আলজেরীয় বংশোদ্ভুত তরুণ নাহেলকে। শনিবার ফ্রান্সের মুসলিম সম্প্রদায় ভাবগম্ভীর পরিবেশে মসজিদ থেকে নাহেলের মরদেহ পাহাড়ের পাদদেশের গোরস্তানে বয়ে নিয়ে যায়। সাদা রংয়ের কফিন বহনের সময় সাংবাদিকদের সেখানে যেতে বাধা দেওয়া হয় এবং অনেককে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। 

[৫]এদিকে দাঙ্গা ও বিক্ষোভ দমনে পুলিশ লিয়ন, গ্রেনোবল, মার্সেই শহরে অতিরিক্ত পুলিশ ও সাজসরঞ্জাম পাঠিয়েছে। বিক্ষোভের পঞ্চম দিনে শনিবার সন্ধ্যাজুড়ে মার্সেই শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফ্রান্সের দক্ষিণের শহরটি থেকে অন্তত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

[৬]বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মার্সেইয়ের কেন্দ্রস্থলে প্রধান পথ লা ক্যানেবিয়েরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে।

[৭] প্যারিসে পুলিশের বিপুল উপস্থিতিতে বিক্ষোভ প্রশমিত হচ্ছে বলে মনে হচ্ছে। প্যারিসে স্থানীয় সময় শনিবার রাত ৯টার পর সকল বাস ও ট্রাম বন্ধ করে দেওয়া হয়।

[৮] নাহেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ২ জন কর্মকর্তা একটি গাড়ি থামানোর চেষ্টা করছে। এ সময় তাদের একজন গাড়ির জানালা দিয়ে চালককে (নাহেল) খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে। সম্পাদনা: তারিক আল বান্না